তেলের কুয়োয় আগুনে মৃত ২, আগুন এগোচ্ছে জাতীয় উদ্যানের দিকে
অসমে তেলের কুয়োয় আগুন কাড়ল ২টি প্রাণ। আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি।
গুয়াহাটি : অসমের তিনসুকিয়ায় তেলের কুয়োয় একটা লিকেজ আগেই হয়েছিল। তা সারানোর চেষ্টাও চলছিল। কিন্তু তার আগেই গত মঙ্গলবার বিকেলে কুয়োর চুঁইয়ে পড়া তেলে আগুন ধরে যায়। আগুন হুহু করে ছড়াতে থাকে। জ্বালানির অভাব নেই। তাই আগুন ক্রমশ বৃহৎ আকার নিতে থাকে। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে আশপাশের গ্রাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী গত মঙ্গলবারই আগুন নেভাতে ভারতীয় বায়ুসেনার সাহায্য চেয়ে পাঠান।
আগুন লাগার পরই অবশ্য দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। আগুন নেভাতে হাত লাগায় এনডিআরএফ। দমকলকর্মীরা চেষ্টার ত্রুটি রাখেননি। বুধবার ২ দমকলকর্মীর আগুন নেভাতে গিয়ে প্রাণ যায়। মনে করা হচ্ছে কালো ধোঁয়ায় দম আটকে মৃত্যু হয়ে থাকতে পারে তাঁদের। এদিকে আগুন নেভার নাম নিচ্ছে না। আগুন যেখানে লেগেছে তার থেকে মাত্র ২ কিলোমিটারের মধ্যেই রয়েছে ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান।
ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান নিয়ে আর এক নতুন চিন্তা তৈরি হয়েছে প্রশাসনের। বিশাল জঙ্গল। অনেক বন্যপ্রাণ সেই জঙ্গলে রয়েছে। আগুন যদি কোনওভাবে ওই জাতীয় উদ্যানে পৌঁছে যায় তাহলে বড় ক্ষয়ক্ষতি হবে প্রাকৃতিক সম্পদ ও বন্য জীবনের। এছাড়া আগুন যেখানে লেগেছে তার আশপাশের গ্রামগুলির খেত জমি ফসলে পরিপূর্ণ। তারও ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা