হল ‘রুদ্র অভিষেক’, শুরু হল মন্দির তৈরির কাজ
অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হল বুধবার। তার আগে হল রুদ্র অভিষেক।
অযোধ্যা : অযোধ্যার কুবের টিলা মন্দির। এখানেই বুধবার ধুমধামের সঙ্গে হল ‘রুদ্র অভিষেক’। হল আরতি। শিবকে তুষ্ট করতেই এই পুজো। যাতে যে মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে তাতে কখনও কোনও বাধা আসতে না পারে। ভগবান শিব যেন সেই ঝাপটা আসতে না দেন। এই লক্ষ্যেই হল রুদ্র অভিষেক। অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরুর আগে হল এই পুজো।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাস-এর মুখপাত্র মহন্ত কমলনয়ন দাস এদিনের রুদ্র অভিষেক পুজোর নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন ২৫ জন পুরোহিত। শিবের পুজো হয় সব রীতি মেনে। আরতিও হয়। আর এদিনের পুজোর হাত ধরেই শুরু হয়ে গেল রাম মন্দির নির্মাণের কাজ। যদিও মূল মন্দির তৈরিতে হাত দিতে এখনও অনেক দেরি।
আগে ঠিক ছিল রাম মন্দির তৈরির আগে ভূমি পুজো হবে মহাধুমধাম করে। কিন্তু সেই অনুষ্ঠান করোনার জন্য বাতিল করা হয়। আপাতত এদিনের রুদ্র অভিষেক-এর হাত ধরেই শুরু হল রাম মন্দির তৈরির কাজ। এদিনও করোনার কথা মাথায় রেখে যাবতীয় সুরক্ষাবিধি মেনেই রুদ্র অভিষেক হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা