National

এই প্রথম দিনে ১০ হাজার পার করল ভারত

ভারতে একদিনে ১০ হাজার অঙ্ক ছুঁই ছুঁই করলেও এতদিনে তা হয়নি। এবার হল। একলাফে ১০ হাজারই পার করল না, আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১১ হাজারের কাছে।

নয়াদিল্লি : করোনা সংক্রমণ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিন রেকর্ড গড়েছে সংক্রমণ। একদিনে এই প্রথম ভারত ১০ হাজার পার করল। গত একদিনে শুধু আক্রান্তের নিরিখে ১০ হাজারই পার করেনি, পৌঁছে গেছে সোজা ১১ হাজারের দোরগোড়ায়। গত একদিনে ভারতে নতুন করে সংক্রমণ হয়েছে ১০ হাজার ৯৫৬ জনের। সংক্রমণে ভারত এখন প্রায় ৩ লক্ষের দরজায়।

ভারতে সংক্রমণ যেমন হুহু করে বাড়ছে, তেমনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত একদিনে ভারতে আরও ৩৯৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৮। এখনও সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষ রয়েছে মহারাষ্ট্র। এক মহারাষ্ট্রেই সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪৮ হাজারে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯০ জনের।


করোনা থেকে সেরেও উঠছেন অনেকে। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫০ শতাংশের ওপর চলে গেছে। যেখানে এখন দেশে অ্যাকটিভ রোগী রয়েছেন ১ লক্ষ ৪৪১ হাজার ৮৪২ জন, সেখানে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন। গত একদিনে ৬ হাজার ১৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button