করোনায় মৃত ব্যক্তিরও পকেটমারি, তদন্তে পুলিশ
করোনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই নিথর ব্যক্তির পকেট ফাঁকা করতেও দ্বিধা করল না চোরেরা।
ইন্দোর : করোনা আক্রান্ত অবস্থায় মে মাসে মধ্যপ্রদেশের ইন্দোরের এমটিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বছর ৩৬-এর হরিশ গৌড়কে। ৩ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। করোনায় মৃত রোগীর ক্ষেত্রে অনেক নিময় রয়েছে। সেসব মেনে মৃত হরিশের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় দেহ নিতে আসার জন্য। তাঁর শ্যালক হাজির হন দেহ নিতে।
হরিশ গৌড়ের শ্যালকের দাবি, তিনি যখন দেহ নিতে যান তখন দেখেন তাঁর জামাইবাবুর পকেটে থাকে মানিব্যাগ ও মোবাইল গায়েব। হাসপাতালের কর্মীদের বিষয়টি জিজ্ঞেস করেন তিনি। ওই ব্যক্তির দাবি, হাসপাতালের কর্মীরা তাঁকে জানান দেহ তখনকার মত নিয়ে যেতে পরে এসে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যেতে। তারপর একমাস কেটে গেছে।
মৃত হরিশ গৌড়ের শ্যালকের দাবি, তিনি গত একমাসে বেশ কয়েকবার হাসপাতালে গেছেন। কিন্তু নানা অছিলায় তাঁকে এড়িয়ে গিয়ে তাঁর জামাইবাবুর মানিব্যাগ ও মোবাইল ফেরত দেওয়া হয়নি। তাঁর ধারণা হাসপাতালের কর্মীরাই ওগুলি চুরি করেছেন। এতদিন ঘোরার পর অবশেষে গত শুক্রবার তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা