ফুলসজ্জার রাতই কালরাত্রি হল নবদম্পতির জন্য
ফুলসজ্জার রাত কিনা কালরাত্রি হল নবদম্পতির জীবনে। মর্মাহত ২ পরিবার।
চেন্নাই : ২ জনেই ২ জনকে ভালবাসতেন। প্রেম থেকেই পরিণয়ে আবদ্ধ হন তাঁরা। ৪ হাত এক হয়। প্রেমিক যুগল হয় যান নবদম্পতি। আসে ফুলসজ্জার রাত। যা হয়তো ২ জনের জীবনের কিছু একান্ত মুহুর্তের স্মৃতি হয়ে থাকতে পারত। কিন্তু সে রাত্রি ফুলসজ্জার রঙিন রাত নয়, হল কালরাত্রি। রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল নববধূকে। আর বাড়ির কাছের একটি গাছ থেকে উদ্ধার হল তাঁর স্বামীর ঝুলন্ত দেহ।
পুলিশ জানাচ্ছে, ২ জনের প্রেম বিবাহ হলেও ফুলসজ্জার রাতে নীতিবাসন নামে ওই যুবক তার স্ত্রীকে লোহার রড হিয়ে হত্যা করে। লোহার রড দিয়ে সন্ধ্যা নামে ওই নববধূর মাথায় মারা হয়। চিৎকার করে ওঠেন সন্ধ্যা। ওই আওয়াজ পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন পরিবারের লোকজন। ফুলসজ্জার রাতে এমন আর্তনাদের শব্দ কেন তাঁরা কিছুই বুঝতে পারেননা। অবশেষে ঘর খুলে দেখা যায় রক্তে ভেসে যাচ্ছে সন্ধ্যার নিথর দেহ।
সন্ধ্যার মৃতদেহ পাওয়ার পর খোঁজ পড়ে নীতিবাসনের। ঘরে নেই। চারিদিক খুঁজে অবশেষে বাড়ির কাছের একটি গাছে ঝুলতে দেখা যায় তাকে। পুলিশ ২টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। একটি খুন ও একটি আত্মহত্যার মামলা রুজু করেছে পুলিশ। ২ জনে ২ জনকে ভালবাসত। বিয়ে হয়েছিল। তাহলে এমন কি হল যে ফুলসজ্জার রাতে এমন ভয়ানক কাণ্ড ঘটে গেল? পুলিশ সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুবল্লুর জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা