অবিলম্বে দিতে হবে ৫০ লক্ষ টাকা। না হলে গুলি করে খুন করা হবে তাঁর মেয়ে আলিয়া ভট্ট ও স্ত্রী সোনি রাজদানকে। গত ২৬ ফেব্রুয়ারি এমনই একটি ফোন আসে বলিউড পরিচালক, প্রযোজক মহেশ ভট্টের কাছে। হুমকি ফোনে লখনউয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিজের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও দেয় হুমকি প্রদানকারী। সে এমনও জানায়, যে সে উত্তরপ্রদেশের একজন গ্যাংস্টার। টাকা না পেলে আলিয়া ও সোনি রাজদানকে গুলিতে ঝাঁঝরা করে দেবে তার দলবল। হুমকি আসে হোয়াটসঅ্যাপেও। এরপর জুহু থানায় অভিযোগ দায়ের করেন মহেশ ভট্ট। পুলিশ তদন্ত শুরু করে। ধরা পড়ে সন্দীপ সাহু নামে ওই হুমকি প্রদানকারী। তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ এসটিএফ শাখা। পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন মহেশ।