২ হাজার পার, একদিনে করোনায় দেশে রেকর্ড মৃত্যু
একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হল ভারতে। যার অর্ধেকও এর আগে দেখা যাচ্ছিল না।
নয়াদিল্লি : মাত্র একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষের প্রাণ কাড়ল করোনা। গত একদিনে দেশে মৃত্যু হল ২ হাজার ৩ জনের। মৃতের সংখ্যায় এমন লাফ এর আগে দেখতে হয়নি দেশকে। যেখানে একদিন আগেও মনে হচ্ছিল পরদিন ১০ হাজার পার করবে মৃতের সংখ্যা, সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার পার করে এদিন এক লাফে গিয়ে দাঁড়াল ১১ হাজার ৯০৩-এ। একদিন আগেও যেখানে ১০ হাজারের মুখে দাঁড়িয়েছিল মৃতের সংখ্যা, সেখানে একদিনের ব্যবধানে তা পৌঁছে গেল ১২ হাজারের দোরগোড়ায়।
মৃত্যুর পাশাপাশি গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ১০ হাজার ৯৭৪। যার হাত ধরে এদিন সাড়ে ৩ লক্ষের গণ্ডি পার করে গেল দেশে করোনা সংক্রমিতের সংখ্যা। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ২২৭ জন।
সংক্রমিত ও মৃতের সংখ্যা যখন চিন্তার ভাঁজ পুরু করছে তখন দেশে সুস্থতাও তাল মিলিয়ে বাড়ছে। যা কিছুটা হলেও স্বস্তির। গত একদিনে সুস্থ হয়ে ফিরতে পেরেছেন ৬ হাজার ৯২২ জন। ফলে দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৫ জন। প্রসঙ্গত গত একদিনে যে দেশে মৃতের সংখ্যা ২ হাজার পার করেছে সেখানে এক মহারাষ্ট্রেই একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৯ জনের। মহারাষ্ট্রের একার হাত ধরেই কার্যত ২ হাজার পার করে গেল একদিনে দেশে করোনায় মৃত্যু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা