যাত্রীদের সামনেই চলন্ত বাসে চালকের লালসার শিকার যুবতী
১২-১৩ জন যাত্রী তখন বাসে ছিলেন। তাঁদের সামনেই বাস চালকের লালসার শিকার হতে হল এক যুবতীকে।
নয়ডা : দূরপাল্লার বাস। সাধারণত এমন বাস রাতেই যাত্রা করে। তেমনই একটি বাসে ১২-১৩ জন অন্য যাত্রীর সঙ্গে সন্তান সহ সহযাত্রী ছিলেন এক যুবতী। সারা রাতের যাত্রা। ফলে সকলেই রাত বাড়লে ছুটে চলা বাসে ঝিমিয়ে পড়েছিলেন। ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, মধ্যরাতে তাঁর কাছে হাজির হয় বাসের একজন চালক। তারপর তাঁকে জোর করে তার লালসার শিকার করে। বাসের মধ্যেই পুরো ঘটনা ঘটে। বাস তখন চলছিল।
চলন্ত বাসে এভাবে চালকের হাতে এক যুবতীকে লালসার শিকার হতে দেখেও বাসের বাকিরা কেন চুপ রইলেন তা অবশ্যই প্রশ্ন তুলে দিয়েছে। এদিকে মহিলার দাবি, চালকের লালসার শিকার হওয়ার পর তাঁকে অন্য চালক এসে ভয় দেখায়। ঘটনার কথা জানাজানি হলে যে ফল ভাল হবে না সে হুমকি দেয়। বাসটি লখনউ থেকে মথুরা যাচ্ছিল। ওই মহিলা সন্তানদের নিয়ে প্রতাপগড় থেকে উঠেছিলেন। গন্তব্য ছিল নয়ডা।
বাস গৌতমবুদ্ধ নগরে পৌঁছলে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জানান তাঁর সঙ্গে হওয়ার পাশবিক ঘটনার কথা। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক পলাতক। বাসের অন্য চালককে ওই মহিলাকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বাসের অন্য যাত্রীরা কেন চুপ রইলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা