দেশে একদিনে সংক্রমিত সাড়ে ১৩ হাজার, সুস্থের সংখ্যা ২ লক্ষ পার
১ দিনে করোনা সংক্রমণ পার করে গেল ১৩ হাজারের গণ্ডিও। একদিনে আক্রান্তের নিরিখে ভারত ফের রেকর্ড উচ্চতায়।
নয়াদিল্লি : দেশে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি ক্রমশ উদ্বেগজনক আকার নিচ্ছে। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৩ হাজার ৫৮৬ জন। একদিনে এত মানুষ সংক্রমিত হওয়া এর আগে কখনও হয়নি। যদিও দৈনিক এই সংখ্যা বৃদ্ধি প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। নতুন উচ্চতা ছুঁচ্ছে। আগের দিনের দৈনিক সংক্রমণের সংখ্যা পরের দিনই ভেঙে যাচ্ছে। এদিকে এদিনের সাড়ে ১৩ হাজার পার সংক্রমণের হাত ধরে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেছে ৩ লক্ষ ৮০ হাজার ৫৩২ জনে।
দেশে মৃতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩৬ জন। ফলে দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ হাজার ৫৭৩ জনে। দেশে এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১লক্ষ ৬৩ হাজার ২৪৮ জন। এঁরা চিকিৎসাধীন রয়েছেন। দেশে করোনা সংক্রমিতের খোঁজ পেতে আরও বেশি করে নমুনা পরীক্ষায় জোর দেওয়ার কথা জানিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশে সুস্থ হয়ে ওঠার হারও ভাল। গত একদিনে ১০ হাজার ৩৮৬ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা ২ লক্ষ পার করে গেল। এটা স্বস্তির খবর বলে মেনে নিচ্ছেন অনেকে। এখনও ২ লক্ষ ৪ হাজার ৭১১ জন মানুষ দেশে করোনামুক্ত হয়েছেন। দেশের মধ্যে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা