National

দেশে একদিনে আক্রান্ত সাড়ে ১৪ হাজার

একদিনে দেশে করোনা সংক্রমণে ফের রেকর্ড। গত ১ দিনে সাড়ে ১৪ হাজার পার করল নতুন সংক্রমণ।

নয়াদিল্লি : দেশে দৈনিক সংক্রমণের সংখ্যাটা প্রতিদিনই নতুন উচ্চতা পাচ্ছে। আগের দিনের রেকর্ড পরদিন ভেঙে দিচ্ছে। এককথায় দেশে হুহু করে বাড়ছে সংক্রমণ। গত একদিনে দেশে ১৪ হাজার ৫১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এর আগে একদিনে কখনও হয়নি। যার হাত ধরে মাত্র কদিনে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকল ৩ লক্ষ ৯৫ হাজার ৪৮ জনে। যে গতিতে দৈনিক সংক্রমণ বাড়ছে তাতে দেশে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করা সময়ের অপেক্ষা।

করোনা সংক্রমণ যখন হুহু করে বাড়ছে তখন দৈনিক মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত একদিনে রেকর্ড সংক্রমণের পাশাপাশি ৩৭৫ জনের জীবন কেড়েছে করোনা। যার ফলে দেশে এখন করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ৯৪৮ জনে গিয়ে ঠেকল। যা থেকে এটা পরিস্কার যে দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও ১৩ হাজার পরা করা এখন সময়ের অপেক্ষা। একদিনের ব্যবধানেই সংক্রমণ ৪ লক্ষ পার এবং মৃত্যু ১৩ হাজারে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।


দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ২৬৯ জন। অন্যদিকে গত একদিনে দেশে করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ১২০ জন। ফলে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ১৩ হাজার ৮৩১ জন। সুস্থতার হার সন্তোষজনক দিকে এগোলেও দেশে সংক্রমণের গতি কিছুতেই মানুষকে নিশ্চিন্ত করতে পারছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button