দেশে একদিনে ১৫ হাজার পার করল করোনা সংক্রমণ
একদিনে করোনা সংক্রমণের নিরিখে ভারতে প্রতিদিনই সংখ্যা লাফ দিচ্ছে। রেকর্ড গড়ছে। ফের একদিনে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ল।
নয়াদিল্লি : একদিনে ১৫ হাজারও পার করে গেল দেশে করোনা সংক্রমিতের সংখ্যা। গত ১ দিনে দেশে ১৫ হাজার ৪১৩ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। নতুন করে সংক্রমিতের সংখ্যার নিরিখে এই উচ্চতা একদিনে আগে ছোঁয়নি ভারত। এই প্রথম একদিনে ১৫ হাজারের গণ্ডি পার হল। আর এই সংখ্যার হাত ধরে এদিন দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করে গেল। দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ লক্ষ ১০ হাজার ৪৬১ জন।
দেশে যখন করোনা সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নয়া রেকর্ড গড়ছে তখন করোনায় মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ৩০৬ জনের। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার পার করে গেল। ১৩ হাজারের গণ্ডি পার করে নয়া উচ্চতা ছুঁল মৃতের সংখ্যা। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ২৫৪ জন।
করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন করোনা থেকে সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে যখন রেকর্ড সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে তখন সুস্থও হয়ে উঠেছেন রেকর্ড সংখ্যক মানুষ। একদিনে দেশে ১৩ হাজার ৯২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ২৭ হাজার ৭৫৬ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৪৫১ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা