ফসল নষ্ট করল মোষ, কিশোরকে পিটিয়ে হত্যা
ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে দিয়েছিল একটি মোষ। এক কিশোর সেই ক্ষতির রোষের শিকার হল।
শাহজাহানপুর (উত্তরপ্রদেশ) : ১৫ বছর বয়স। বন্ধুদের কাছে পেয়ে খেলায় মেতে ওঠে সে। হৈ হৈ করে খেলতে গিয়ে সে ভুলেই যায় যে মোষটি সে চড়াতে এসেছিল সেই মোষ আপন মনে ঢুকে পড়েছে কাছের একটি আখ ক্ষেতে। আখের ক্ষেত নষ্ট করছে একটা মোষ। একথা শোনার পর দ্রুত সেখানে হাজির হয় ওই ক্ষেতের মালিক ২ ভাই সাধু সিং ও ধর্মেন্দ্র সিং। তারা ক্ষেতে ঢুকে মোষটিকে পাকড়াও করে। তারপর খোঁজ পড়ে কার মোষ তাদের ক্ষেতে ঢুকে এই তছনছ কাণ্ড ঘটাল।
১৫ বছরের কুলদীপ যাদব ততক্ষণে জানতে পেরেছে যে তার মোষ কি কাণ্ডটাই না ঘটিয়েছে। সে ছুটে যায় সাধু ও ধর্মেন্দ্রর কাছে। কিন্তু ক্ষেত নষ্ট করায় মোষকে ফেরত দিতে অস্বীকার করে ২ ভাই। এতে কুলদীপের সঙ্গে তাদের ঝগড়া শুরু হয়। এরমধ্যে ধর্মেন্দ্রর ছেলে ভূপিন্দর সিং হাজির হয় সেখানে। ঝগড়া চরমে ওঠার পর একসময় সাধু, ধর্মেন্দ্র ও ভূপিন্দর মিলে কুলদীপকে লাঠি পেটা শুরু করে। প্রবল মারে ক্রমশ রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে লুটিয়ে পড়ে কুলদীপ।
কুলদীপ অচেতন হয়ে পড়ে যাওয়ার পর সেখান থেকে চম্পট দেয় ৩ জন। খবর পেয়ে সেখান থেকে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ছোটেন কুলদীপের বাবা। সেখানে বেশ কিছুটা সময় কুলদীপ বাঁচার লড়াই চালালেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সিসাইয়া গ্রামে। পুলিশ অভিযুক্ত ৩ জনকে বাঁচানোর চেষ্টা করছে এই অভিযোগে এসপি অফিসের সামনে কুলদীপের দেহ রেখে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দা থেকে সমাজবাদী পার্টি নেতা তনভির খান। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা