দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার পার করল
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এবার তা ১৪ হাজার পার করে গেল।
নয়াদিল্লি : দেশে গত একদিনে করোনায় মৃত্যু হল ৩১২ জনের। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজারের গণ্ডি পার করে গেল। দেশে করোনায় এখন মৃতের সংখ্যা ১৪ হাজার ১১ জন। যারমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। তারপরই মৃত্যুর নিরিখে এগিয়ে রয়েছে দিল্লি। মহারাষ্ট্রে ৬ হাজার ২১৩ জনের প্রাণ কেড়েছে করোনা। দিল্লিতে কেড়েছে ২ হাজার ২৩৩ জনের প্রাণ। এই ২ রাজ্যেই করোনায় মৃত্যু এখনও ৪ অঙ্কে রয়েছে।
দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধিও প্রায় প্রতিদিনই এখন ১৫ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। গত একদিনে নতুন করে দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৪ হাজার ৯৩৩ জন। অর্থাৎ প্রায় ১৫ হাজার। যার হাত ধরে দেশের মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪ লক্ষ ৪০ হাজার ২১৫ জনে। কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। তারপর দিল্লি এবং তামিলনাড়ু।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি দেশে করোনা থেকে সেরে ওঠার সংখ্যাও ক্রমশ বাড়ছে। গত একদিনে ১০ হাজার ৯৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বলা ভাল ১১ হাজার মানুষই বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। দেশে এরফলে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৪৮ হাজার ১৯০ জন। সেখানে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ১৪ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা