একদিনে দেশে করোনা সংক্রমণ ১৬ হাজারের দোরগোড়ায়
এবার ১৬ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল একদিনে দেশে করোনা সংক্রমণ। দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
নয়াদিল্লি : গত ১ দিনে দেশে করোনা সংক্রমণ এবার ১৬ হাজারের দোরগোড়ায় কড়া নেড়ে দিল। একদিনে নতুন উচ্চতায় পৌঁছে রেকর্ড সংক্রমণ মানুষের চিন্তার ভাঁজ আরও পুরু করল। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৫ হাজার ৯৬৮ জন। যার হাত ধরে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা টপকে গেল সাড়ে ৪ লক্ষের গণ্ডি। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩ জন।
সংক্রমণ যখন রেকর্ড উচ্চতায় পৌঁছে যাচ্ছে প্রতিদিন তখন দেশে করোনায় মৃতের সংখ্যাও বেড়েই চলেছে। গত একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৬৫ জন। একদিনে মৃত্যুর নিরিখে এটাও রেকর্ড উচ্চতা। ৪৬৫ জন মৃতের সংখ্যায় যোগ হওয়ার সঙ্গে সঙ্গে দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৪৭৬ জন।
সংক্রমণ ও মৃত্যু যখন দেশে বেড়েই চলেছে তখন করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ক্রমশ বাড়ছে। গত ১ দিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৪৯৫ জন। যা কিছুটা হলেও স্বস্তির। ফলে দেশে এখন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৫৮ হাজার ৬৮৫ জন। গত একদিনে সুস্থতার সংখ্যা দেশের মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যাকে এদিন আড়াই লক্ষ পার করিয়ে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা