করিনার মৃত্যু, নমুনা গেল পরীক্ষায়
বাঘিনীর নাম করিনা। তার মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে পুরো চিড়িয়াখানায়।
ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র) : কিডনির একটা সমস্যা ছিলই। বেশ কিছুদিন ধরে শরীরও ভাল ছিলনা। গত ৩ থেকে ৪ দিন খাবারের একটা টুকরোও মুখে তোলেনি সে। সাড়ে ৬ বছর বয়সের এই বাঘিনীকে নিয়ে তাই চিন্তায় ছিল ঔরঙ্গাবাদের সিদ্ধার্থ গার্ডেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার চিকিৎসার চেষ্টাও হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।
বুধবার ভোর ৫টা নাগাদ করিনার মৃত্যু হয়। করিনার মৃত্যু কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষকে অন্য চিন্তায় ফেলে। দ্রুত করিনার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। দেখার চেষ্টা চলছে সে করোনা আক্রান্ত ছিল কিনা। কারণ এর আগেও নিউ ইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় ৪ বছর বয়সী বাঘিনী নাদিয়ার মৃত্যু হয় করোনায়। তাই এখন চিড়িয়াখানায় কোনও প্রাণীর মৃত্যু হলে তার নমুনা যাচ্ছে করোনা পরীক্ষায়।
করিনাকে বাঁচানোর জন্য তাকে আগেই চিড়িয়াখানার নিজস্ব পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাকে বাঁচানোর সব চেষ্টা করেন। কিন্তু করিনা খাওয়া বন্ধ করে দিয়েছিল। যা তাকে মৃত্যুর দিকে দ্রুত টেনে নিয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা