একদিনে ২ রাজ্যে বাজ পড়ে শতাধিক মানুষের মৃত্যু
প্রবল ঝড়বৃষ্টি ও বাজ পড়ার শিকার হলেন শতাধিক মানুষ। শতাধিক মানুষের প্রাণ যাওয়ার পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন।
পাটনা : বৃহস্পতিবার মাঠে তখন কাজ করছিলেন অনেকে। ক্ষেতে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজে থাকেন কৃষকরা। তার মধ্যেই আকাশ কালো করে আসে। শুরু হয় মেঘের গুড়গুড়। কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়। সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। মাঠে কর্মরত অনেকেই এই বজ্রপাত ও বৃষ্টির কবলে পড়ে যান। এই প্রবল দুর্যোগে মৃত্যু হল শতাধিক মানুষের। তার মধ্যে বিহারেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৮৩ জনের। উত্তরপ্রদেশে মারা গিয়েছেন কমপক্ষে ২৪ জন।
বিহার ও উত্তরপ্রদেশ জুড়ে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় বৃহস্পতিবার বিকেলে। অগুন্তি বাজ পড়তে থাকে। সে সময় মাঠে চাষের কাজ করছিলেন কৃষকরা। তাঁদের অনেকেই বাজ পড়ার শিকার হন। ঘটনাস্থলেই প্রাণ যায় তাঁদের। শুধু বিহারেই ৮৩ জন মানুষের প্রাণ কেড়েছে বজ্রপাত। তাঁরা হয় মাঠে চাষের কাজ করছিলেন। অথবা বাড়ির বাইরে ছিলেন। বিহারের গোপালগঞ্জ জেলাতেই ১৩ জনের মৃত্যু হয়। মধুবনী, নওয়াদা জেলায় ৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বাজ পড়ে ভাগলপুর, সিওয়ান-এ ৬ জন করে মানুষের মৃত্যু হয়। বাঁকা, দ্বারভাঙ্গা ও পূর্ব চম্পারণে ৫ জন করে মানুষের প্রাণ কেড়েছে বজ্রপাত। এছাড়াও বিহারের বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর এসে পৌঁছয় প্রশাসনের কাছে। বাজ পড়ে মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তরপ্রদেশের বহু জায়গায় একই সময়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি নামে। উত্তরপ্রদেশ থেকে বাজ পড়ে ২৪ জনের মৃত্যুর খবর রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। অনেকে বজ্রপাতের আঘাতে আহত। কুশিনগর, উন্নাও, ফতেপুর, বারাবাঁকি, দেওরিয়া, আম্বেদকর নগর, সব জায়গা থেকেই মৃত্যুর খবর এসেছে। প্রয়াগরাজে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে ৬ জন বাজ পড়ে প্রাণ হারিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা