National

দেশের একদিনে করোনা সংক্রমণ রেকর্ড উচ্চতায়

দেশে করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এদিন তা পার করল ১৭ হাজারের গণ্ডি।

নয়াদিল্লি : দেশে একদিনে করোনা সংক্রমণের শিকার ১৭ হাজারের ওপর মানুষ। গত একদিনে দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৭ হাজার ২৯৬ জন। একদিনে এই সংখ্যা কখনও ছোঁয়নি সংক্রমণ। ফলে দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ৪ লক্ষ ৯০ হাজার ৪০১ জনে। যারমধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৪৬৩ জন।

করোনা সংক্রমণ যখন দেশে রেকর্ড ছুঁচ্ছে প্রতিদিন, তখন দৈনিক মৃত্যুও বাড়ছে। গত একদিনে ৪০৫ জনের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে দেশে করোনায় মৃত্যু ১৫ হাজার পার করল। দেশের করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেছে ১৫ হাজার ৩০১ জনে। যারমধ্যে ৭ হাজারের কাছে মানুষের প্রাণ গেছে শুধু মহারাষ্ট্রেই।


করোনায় সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৪০ জন। এটাও একদিনে সুস্থ হয়ে বাড়ি ফেরার নিরিখে রেকর্ড। করোনা প্রাদুর্ভাবের পর থেকে এখনও পর্যন্ত একদিনে এত মানুষ দেশে করোনামুক্ত হননি। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৭। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button