বিদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল
বিদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছিল মার্চের শেষের দিকে। তা এখনও বলবৎ। তারই সময়সীমা ফের বাড়ল।
নয়াদিল্লি : ভারত থেকে বিদেশে বা বিদেশ থেকে ভারতে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল মার্চের শেষের দিকে। তারপর থেকে তা বন্ধই ছিল। দেশের অভ্যন্তরে বিমান চলাচল শুরু হলেও বিদেশে বিমানের যাতায়াত এখনও বন্ধ। শুক্রবার সেই সময়সীমা আরও বৃদ্ধি করল ডিজিসিএ। ডিজিসিএ জানিয়ে দিয়েছে বিদেশে বিমান চলাচল ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে ১৫ জুলাই পর্যন্ত বিদেশ থেকে ভারতে বা ভারত থেকে বিদেশে কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না।
ভারতের মধ্যে বিমান চলাচল গত ২৫ মে থেকে চালু করা হয়েছে। যদিও সব স্বাস্থ্যবিধি মেনেই তা চলাচল করছে। অন্যদিকে করোনা লকডাউনের কারণে বিদেশে আটকে পড়া বহু মানুষকে দেশে ফেরাতে ভারত সরকার উদ্যোগী হয়। বিভিন্ন দেশে বিশেষ বিমান পাঠিয়ে তাঁদের এয়ারলিফ্ট করা শুরু হয়। যা এখনও চলছে।
বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে বিশেষ বিমান বিভিন্ন দেশে পাঠাচ্ছে ভারত। তারপর সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে দেশে। তবে এই যাতায়াতের ভাড়া যাত্রীদের বহন করতে হচ্ছে। তাছাড়া যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে বিমানে চড়তে হচ্ছে। পরতে হচ্ছে মাস্ক, ফেস শিল্ড, গ্লাভস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা