উদ্বেগ বাড়ছে, দেশে একদিনে সাড়ে ১৮ হাজার পার সংক্রমণ
দেশে একদিন অন্তরই বদলে যাচ্ছে সংক্রমিতের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
নয়াদিল্লি : একদিনে দেশে করোনা সংক্রমণ ১৮ হাজার পার করে গেল। পরপর ৩ দিনে ১৬, ১৭ এবং ১৮ হাজার পার করে গেল সংক্রমণ। যে গতিতে দেশে সংক্রমিতের সংখ্যা বাড়ছে তাতে উদ্বেগ তাল মিলিয়ে বেড়ে চলেছে। আনলক-১ পর্ব ১ মাসের কাছে পৌঁছতে চলল। অনেক কিছু খুলে গেছে। আর সেইসঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে সংক্রমণ। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন।
একদিনে দেশে সংক্রমিতের সংখ্যা সাড়ে ১৮ হাজার পার করার সঙ্গে সঙ্গে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ পার করেছে। দেশে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩ জন। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তখন মৃতের সংখ্যাও বাড়ছে। গত একদিনে ৩৮৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় প্রাণ হারালেন এখনও পর্যন্ত ১৫ হাজার ৬৮৫ জন।
সংক্রমণ ও মৃত্যু যখন ক্রমশ বাড়ছে তখন স্বস্তির খবর একটাই। দৈনিক সুস্থও হচ্ছেন বহু মানুষ। করোনাকে হারিয়ে গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ২৪৪ জন। যার হাত ধরে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দেশে প্রায় ৩ লক্ষ ছুঁইছুঁই। দেশে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১ জন। দেশে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা