
মাথায় বন্দুক ঠেকানো ভঙ্গিতে একটা সেলফি তুলতে গিয়েছিল বছর ১৫-র ছেলেটি। আর তাতেই সর্বনাশ। পয়েন্ট ৩২ বোরের রিভলভারের ট্রিগারে কোনওভাবে হাত পড়ে যায়। মুহুর্তে ছিটকে বার হয় গুলি। সোজা গিয়ে লাগে ছেলেটির মাথায়। রক্তাক্ত অবস্থায় ঘরেই লুটিয়ে পড়ে ছেলেটি। আশঙ্কাজনক অবস্থায় বাড়ির লোকজন তাকে নিয়ে ছোটেন হাসপাতালে। কিন্তু না, শেষ রক্ষা হয়নি। খেলার ছলে সেলফির নেশায় অকালে চলে যায় লুধিয়ানার ১৫ বছরের কিশোর রমনদ্বীপ সিংয়ের প্রাণ। পেশায় প্রপার্টি ডিলার গুরকিরপাল সিংয়ের একমাত্র সন্তান রমনদ্বীপের এই মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেলফি আর রোমাঞ্চের রসায়নে একটা কিশোর প্রাণের এমন অপমৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই।