ফের লাফ, এবার একদিনে ২০ হাজারের কাছে সংক্রমণ
দেশে প্রতিদিনের নতুন করে সংক্রমণের খতিয়ান বলছে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যা এদিন ২০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল।
নয়াদিল্লি : দেশে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯ হাজার ৯০৬ জনে। যা এখনও পর্যন্ত একদিনে সংক্রমণের নিরিখে রেকর্ড। প্রায় ২০ হাজারের কাছে দৈনিক সংক্রমণ! ভারতে করোনা এখন আরও ভয়ংকর চেহারা নিয়ে সামনে আসছে। প্রতিদিনই নতুন করে সংক্রমণের সংখ্যা দেশে রেকর্ড গড়ছে। যা কার্যত চিন্তার ভাঁজ পুরু করার জন্য যথেষ্ট। দেশে এখন মোট সংক্রমণ পৌঁছে গেছে ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯ জনে।
দেশে যখন সংক্রমণ কার্যত লাগাম ছাড়া হয়ে ছুটছে, তখন দৈনিক বাড়ছে মৃত্যুও। গত একদিনে দেশে ৪১০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যার হাত ধরে এদিন করোনায় দেশে মোট মৃতের সংখ্যা পার করল ১৬ হাজারের গণ্ডি। দেশে এখনও করোনা প্রাণ কেড়েছে ১৬ হাজার ৯৫ জনের। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৮৩২ জন। এটাও একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যার হিসাবে রেকর্ড। ফলে দেশে করোনামুক্ত মোট মানুষের সংখ্যা এদিন পার করে গেল ৩ লক্ষের গণ্ডি। দেশে এখন মোট করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৭১৩ জন। অন্যদিকে অ্যাকটিভ রোগীর সংখ্যাও এদিন ২ লক্ষ পার করেছে। দেশে এখন মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৫১ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা