গ্রেফতার মৃত সন্ত্রাসবাদীর মা
মৃত এক সন্ত্রাসবাদীর মাকে গ্রেফতার করল পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

শ্রীনগর : পুলিশের গুলিতে প্রাণ গেছে সন্ত্রাসবাদী ছেলের। তৌসিফ নামে সেই মৃত সন্ত্রাসবাদীর মা নাসিমা বানুকে গ্রেফতার করল পুলিশ। কাশ্মীরের অনন্তনাগের মহিলা পুলিশ স্টেশনে রাখা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে গত ২০ জুনই তাকে গ্রেফতার করা হয়। ওই মহিলার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ইউএপিএ আইনে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
নাসিমা বানুর বিরুদ্ধে অস্ত্র পাচার, অস্ত্রের বন্দোবস্ত করে দেওয়া, সন্ত্রাসবাদীদের সাহায্য দেওয়া, তাদের থাকার বন্দোবস্ত করা, এমনকি সন্ত্রাসবাদী নিয়োগের অভিযোগ রয়েছে। নাসিমা বানুর একটি ছবি পুলিশের হাতে আসে যেখানে তার ছেলে তৌসিফ যখন জীবিত ছিল তখন তার সঙ্গে দেখা যাচ্ছে নাসিমা বানুকে। মহিলার হাতে রয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র।
পুলিশ জানিয়েছে ওই মহিলা এত অপরাধের সঙ্গে যুক্ত যে সে মহিলা বলে বা কোনও সন্তানহারা মা বলে ছাড় পাওয়ার কোনও জায়গা তার নেই। পুলিশ এটাও পরিস্কার করে দিয়েছে যে কোনও সন্ত্রাসবাদীর পরিবারকেও টার্গেট করার কোনও অভিপ্রায় তাদের নেই। ২০ জুন সন্ত্রাসবাদী আব্বাস শেখের বোনকেও গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও সন্ত্রাসবাদে মদতের অভিযোগ রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা