বিয়ে চলাকালীন লুটিয়ে পড়লেন কনে, একাই ফিরে এলেন বর
বিয়ে চলছিল। সেই বিয়ের মণ্ডপেই লুটিয়ে পড়লেন কনে। পরে খালি হাতেই বাড়ি ফিরতে হল বরকে।
কনৌজ (উত্তরপ্রদেশ) : গত শুক্রবার রাত। বিয়েবাড়ি জমজমাট। করোনা আবহে বিধিনিষেধ মেনে অবশ্য অতিথি সংখ্যা সীমিত। তবে জাঁকজমকে ত্রুটি নেই। বরও সময়েই হাজির হলেন কনের বাড়িতে। বরযাত্রী সমেত বর আসার পর ধীরে ধীরে শুরু হয় বিয়ের কাজকর্ম। বিয়ে শুরু হয়। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন। ২ হাত এক হচ্ছে। ঠিক সেইসময় আচমকাই মণ্ডপে লুটিয়ে পড়েন কনে, ১৯ বছরের তরুণী বিনীতা।
কনের বাড়ির লোকেরা জানান বিয়ে শুরুর আগেও শরীরটা ভাল লাগছে না বলে জানিয়েছিলেন কনে। কিন্তু তা যে এমন পরিস্থিতির সৃষ্টি করবে তা কল্পনা করতে পারেননি কেউ। কনের ওই অবস্থায় বিয়ে লাটে ওঠে। দ্রুত কনেকে ওই সাজেই নিয়ে নার্সিংহোমে ছোটেন তাঁর বাবা। নার্সিংহোম সাফ জানিয়ে দেয় করোনা পরীক্ষা ছাড়া তারা ভর্তি নেবে না। অচেতন মেয়েকে নিয়ে সময় নষ্ট না করে বাবা ছোটেন কানপুরের হাসপাতালের দিকে।
কিন্তু রাস্তাতেই আরও পরিস্থিতি খারাপ হয় কনের। পথেই মৃত্যু হয় তাঁর। পুরো ঘটনা জানার পর পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে প্রয়োজনে তারা নার্সিং হোমের বিরুদ্ধে পদক্ষেপ করবে। এদিকে বিয়ে করতে গিয়ে খালি হাতেই বর সঞ্জয়কে বাড়ি ফিরতে হয় বরযাত্রীদের নিয়ে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা