National

১৯ হাজারের ঘর থেকে নামল না দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ ২০ হাজারের দোরগোড়ায় পৌঁছলেও ঢুকল না। ২ দিন টানা ১৯ হাজারের ঘরেই রয়ে গেল সংক্রমণ।

নয়াদিল্লি : দেশে করোনার দৈনিক নতুন করে সংক্রমণের সংখ্যা গত ৫ দিনে সকলের কপালের ভাঁজ পুরু করেছিল। ১৫ হাজার থেকে প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই হতে দিনে ১ হাজার করে নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি হচ্ছিল। সেই প্রবণতা বজায় থাকলে এদিন অনেকেই মনে করেছিলেন ২০ হাজার পার করে যেতে পারে। কিন্তু তা হয়নি। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৫৯ জন। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন।

করোনা সংক্রমিতের সংখ্যা যখন দৈনিক ১৯ হাজার পার করছে তখন গত একদিনে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৪৭৫ জনে। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ১২০ জন। এখনও মৃত্যু ও সংক্রমণের নিরিখে সবচেয়ে উপরে রয়েছে মহারাষ্ট্র। তারপরই দিল্লি।


সংক্রমণ ও মৃত্যু যখন বাড়ছে তখন দেশে করোনামুক্তও হচ্ছেন অনেকে। গত একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১০ জন। যারফলে দেশে এখন মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ২১ হাজার ৭২৩ জন। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ভারত এখন সংক্রমণের নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। ভারতের আগে ১ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ২ নম্বরে রয়েছে ব্রাজিল। ৩ নম্বরে রাশিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button