কালোজাম পেড়ে আর বাড়ি ফিরল না ৩ কিশোরী
কালোজাম পাড়তে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না ৩ কিশোরীর। রবিবার বিকেলে বাড়ি থেকে বার হয় তারা।
শিবপুরী (মধ্যপ্রদেশ) : সম্পর্কে ২ জন ২ বোন। অন্যজন তাদেরই গ্রামের বান্ধবী। ৩ কিশোরীর বয়সই ১২ বছরের আশপাশে। রবিবার বিকেলে ৩ জন ঠিক করে কালোজাম পাড়তে যাবে তারা। গ্রামের ধারেই কালোজামের অনেক গাছ রয়েছে। সেখান থেকে জাম পেড়ে আনতে বাড়ি থেকে বার হয় ৩ জন। কিন্তু অন্ধকার নেমে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অস্থির হয়ে পড়েন।
আদিবাসী গ্রাম। প্রত্যন্ত এলাকায় অবস্থিত। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার হাতিগড় গ্রামের বাসিন্দা ওই ৩ আদিবাসী কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়। রাতের অন্ধকারে চারিদিক খুঁজেও তাদের সন্ধান মেলেনি। গ্রামবাসী থেকে পুলিশ কেউই তাদের খোঁজ পায়নি। সোমবার সকালেও জারি ছিল খোঁজ। তখনই গ্রামের ধারের একটি মাঠের গা ঘেঁষা পুকুর দেখে সন্দেহ হয় পুলিশের।
পুকুরে স্থানীয় কিছু যুবক ডুব দেন। তারপর সেই পুকুরের তলদেশ থেকেই এক এক করে ৩ কিশোরীর নিথর দেহ তুলে আনেন তাঁরা। পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান অন্ধকার নেমে যাওয়ায় পুকুরটা বুঝতে পারেনি হয়তো কিশোরীরা। ফলে তাতে পড়ে যায়। আর পুকুর থেকে উঠে আসতে পারেনি। তলিয়ে যায় জলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা