স্ত্রীর ভুলে নদীতে গাড়ি, আশ্চর্যরক্ষা পেলেন দম্পতি
গাড়ির স্টিয়ারিংয়ে ভুল মোচড় দেওয়ার ফল ভুগতে হল তরুণ দম্পতিকে। তাঁদের নিয়ে গাড়ি গিয়ে পড়ল নদীতে।
গাজিয়াবাদ : স্টিয়ারিংয়ে ছিলেন বছর ২৫-এর সাক্ষী। পাশে বসে স্ত্রীকে গাড়ি চালানোর প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন স্বামী পরশ সিংহল। সেইমত গাড়ি চালাচ্ছিলেনও সাক্ষী। কিন্তু একটি ইউ টার্নের কাছে এসেই সব গোলমাল হয়ে যায়। স্বামী পরশ যখন তাঁকে বাঁদিকে স্টিয়ারিং ঘোরাতে নির্দেশ দেন তখন তা না শুনে সোজা স্টিয়ারিং ডানদিকে ঘুরিয়ে দেন সাক্ষী। যার ফল হয় মারাত্মক। গাড়ি গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে যাওয়া হিন্দন নদীর জলে।
পুলিশ জানাচ্ছে, ওই দম্পতি বাড়ির জন্য আনাজপাতি ও মশলা ইত্যাদি কিনে ফিরছিলেন। গাজিয়াবাদের বৈশালী সেক্টর ৯-এর বাসিন্দা তাঁরা। সেখান থেকে ৫ কিলোমিটার দূরে ছিল তখন তাঁদের গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন স্ত্রী। স্বামী পাশে বসে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন। সেখানেই ভুল করে ফেলেন স্ত্রী। ওই নদীতে পড়ার পর সকলেরই প্রায় ধারণা ছিল দম্পতিকে আর বাঁচানো গেল না। কিন্তু অদ্ভুতভাবে রক্ষা পান তাঁরা।
গাড়িটি নদীর জলে পড়েও অর্ধেক তখনও বেরিয়ে ছিল। সেখান দিয়েই কোনওক্রমে বেরিয়ে আসেন পরশ ও সাক্ষী। তাঁদের উদ্ধার করে পুলিশ। ২ জনেরই অল্প চোট লেগেছে। অন্যদিকে তাঁদের গাড়িটিও পুলিশ ক্রেন দিয়ে উদ্ধার করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে। তবে ওই দম্পতির আশ্চর্যরক্ষার কথা এখন মুখে মুখে ঘুরছে এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা