National

১৮ হাজারের ঘরে নামল প্রাত্যহিক সংক্রমণ

দেশে যেভাবে প্রাত্যহিক সংক্রমণের সংখ্যা লাফিয়ে বাড়ছিল তাতে সামান্য হলেও গত একদিনে লাগাম পরেছে।

নয়াদিল্লি : দেশে যেভাবে লাফিয়ে লাফিয়ে দৈনিক সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে প্রায় ২০ হাজারের ঠেকে গিয়েছিল, সেখান থেকে গত একদিনে কিছুটা হলেও নিম্নমুখী হল সংক্রমণ। গত একদিনে ১৯ থেকে নেমে ১৮ হাজারের ঘরে ফিরেছে দৈনিক সংক্রমণ। আক্রান্তের সংখ্যা গত একদিনে হয়েছে ১৮ হাজার ৫২২ জন। যার হাত ধরে দেশে মোট সংক্রমণ সাড়ে ৫ লক্ষের গণ্ডি পার করে এগিয়ে গেল। দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ ৬৬ হাজার ৮৪০ জন।

সংক্রমণের পাশাপাশি দেশে মৃত্যুও বাড়ছে। গত একদিনে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ১৬ হাজার ৮৯৩ জনে। মহারাষ্ট্র এখনও দেশের মধ্যে শীর্ষে রয়েছে। মুম্বইতে বাড়ি থেকে বার হওয়ার ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞাও জারি হয়েছে। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ১২৫ জন।


দেশে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি বহু মানুষ দৈনিক সুস্থ হয়ে ঘরে ফিরছেন। গত একদিনে করোনামুক্ত হয়ে ফিরেছেন ১৩ হাজার ৯৯ জন। যার ফলে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৩৪ হাজার ৮২২ জন। শতাংশের হিসাবে প্রায় ৬০ শতাংশের কাছে পৌঁছতে চলেছে সুস্থতার হার। এটা কিছুটা হলেও স্বস্তির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button