National

এগজিট পোলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত

নোট বাতিলের মত ঝুঁকির সিদ্ধান্ত নেওয়ার পর অনেকেরই মনে হয়েছিল বিজেপির দিন ঘনিয়ে এসেছে। মোদী সরকারের পতন এখন সময়ের অপেক্ষা। তারপরেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনেই মোদী তা হাড়েহাড়ে টের পাবেন বলেও মনে করছিলেন অনেকে। কিন্তু উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের শেষে বিভিন্ন এগজিট পোল যা বলছে তাতে বিজেপিরই বরং পাল্লা ভারী। যে উত্তরপ্রদেশকে সবসময়ে দিল্লির রাজনীতিতেও ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে ধরা হয় সেই উত্তর প্রদেশেই এবার বিজেপি জয়যাত্রার ইঙ্গিত। কমবেশি আসন সংখ্যা হতে পারে, কিন্তু সব এগজিট পোলই একটা সিদ্ধান্তে সহমত যে উত্তর প্রদেশে এবার গেরুয়াকরণ সময়ের অপেক্ষা। এমনকি ভোটের ফল কেমন হতে পারে তা আন্দাজ করে আগেভাগেই অখিলেশ জোটের অঙ্ক কষতে শুরু করেছেন। ইতিমধ্যেই আড়েঠাড়ে মায়াবতীকে জোট বার্তা দিয়ে দিয়েছেন তিনি। এদিকে শুধু উত্তর প্রদেশই নয়, গোয়া, মণিপুরেও এবার গেরুয়া ঝড়ের ইঙ্গিত স্পষ্ট। উত্তরাঞ্চল নিয়ে যদিও ভিন্ন মত উঠে এসেছে বিভিন্ন এগজিট পোলে। কেউ মনে করছেন বিজেপিই এখানে সরকার গড়বে। কারও মতে এখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। বিজেপির জন্য বড় একটা সুখে হচ্ছে না কেবল পঞ্জাব। প্রায় সব এগজিট পোলের মতে পঞ্জাবে গোহারান হারতে চলেছে বিজেপি আকালি জোট। সেখানে কংগ্রেসের সম্ভাবনা প্রবল। সম্ভাবনার দৌড়ে অনেকটাই এগিয়ে এবার সেখান থেকে প্রথম লড়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে এ সবই হিসাবের খেলা। ৫ রাজ্যের মানুষ আসলে কাকে বেছে নিলেন তা পরিস্কার হয়ে যাবে আগামী ১১ মার্চ, শনিবারেই।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button