বোনের সম্মানহানির বদলা জেলের মধ্যে নিল দাদা
বোনের ওপর পাশবিক অত্যাচারের বদলা নিল দাদা। অভিযুক্তকে জেলের মধ্যে মারল সে।
নয়াদিল্লি : বোনের ওপর পাশবিক অত্যাচার করেছিল যে ব্যক্তি তার সেই ঘটনায় জেল হয়। এদিকে ওই কিশোরী তার সঙ্গে হাওয়া এমন পাশবিকতা মেনে নিতে পারেনি। লজ্জায় নিজেকে শেষ করে দেয় সে। যা তার দাদা সহ্য করতে পারেনি। নিজেই অভিযুক্তকে সাজা দেওয়ার পরিকল্পনা করতে থাকে সে। এদিকে বোনের সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনার পর থেকে অভিযুক্ত মেহতাব ছিল তিহার জেলে বন্দি।
ওই কিশোরীর দাদা জাকির এরমধ্যে একটি খুনের মামলায় গ্রেফতার হয়। তাকেও তিহার জেলেই রাখা হয়। কিন্তু মেহতাব যে সেলে বন্দি ছিল সেখানে জাকিরকে রাখা হয়নি। পুলিশ জানাচ্ছে, জাকির যে সেলে ছিল সেখানে সে তারই সঙ্গে বন্দি একজনের সঙ্গে একদিন মারামারি শুরু করে। এই ঘটনার পর জাকির জেলারকে অনুরোধ করে তাকে যেন অন্য সেলে সরানো হয়। কোন সেলে তাকে রাখলে ভাল হয় সে অনুরোধও করে সে। তিহার কর্তৃপক্ষ তার পরিকল্পনা আন্দাজ করতে পারেনি।
জাকিরের কথা শুনে তাকে একটি সেলের একতলায় রাখা হয়। সেই সেলেরই দোতলায় ছিল মেহতাব। জাকিরের পরিকল্পনা সঠিক রাস্তায় এগোয়। গত সোমবার যখন সকালে অন্য বন্দিরা প্রার্থনা করতে যায় তখন জাকির সেই ফাঁকে দোতলায় উঠে যায়। তারপর মেহতাবকে সেখানে একা পেয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেহতাবের। জাকিরের বদলা সম্পূর্ণ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা