National

একদিনে ৫০৭, করোনায় দেশে মোট মৃত্যু ১৭ হাজার পার

একদিনে করোনা প্রাণ কাড়ল ৫০৭ জনের। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজারের গণ্ডি পার করে গেল।

নয়াদিল্লি : করোনায় দৈনিক মৃত্যুতে ভারত ৫০০ পার করল। ৫০৭ জন মানুষের প্রাণ গেল ২৪ ঘণ্টায়। গত একদিনে ভারতে ৫০৭ জন করোনায় মারা গেছেন। ফলে দেশে করোনায় মৃত্যু ১৭ হাজার পার করে প্রায় সাড়ে ১৭ হাজারের কাছে পৌঁছে গেল। দেশে এখন মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৪০০ জন। গত একদিনে ৫০৭ জন মৃতের মধ্যে ২৪৫ জনই মহারাষ্ট্রের।

মৃত্যুর পাশাপাশি দৈনিক সংক্রমণ বৃদ্ধিও ১৮ হাজারের ঘরেই রয়ে গেছে। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৮ হাজার ৬৫৩ জন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৫ হাজার ৪৯৩ জন। যারমধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ১১৪ জন।


দেশে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি অনেকে সুস্থও হয়ে উঠছেন। দেশে গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৫৭ জন। ফলে দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৪৭ হাজার ৯৭৯ জনে। সুস্থতার হার প্রায় ৬০ শতাংশের কাছে পৌঁছে গেছে। বুধবার থেকেই শুরু হয়েছে দেশে আনলক-২ পর্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button