মে-র পর জুন, আবার বয়লারে বিস্ফোরণ, আবার মৃত্যু
মে মাসেই এমন ঘটনা ঘটেছিল। তারপর ফের সেই একই ঘটনা ঘটল একই প্লান্টে জুন মাসে।
চেন্নাই : গত মে মাসে একটি বয়লারে বিস্ফোরণ হয়েছিল। তখন ৪ শ্রমিকের মৃত্যু হয় সেই বিস্ফোরণে। তখনই আরও একটু বেশি সতর্ক হলে হয়তো বুধবারের বিস্ফোরণ আটকানো যেত। বুধবার ফের সেই থার্মাল পাওয়ার ইউনিট ২-তেই বিস্ফোরণ হল। এবার মৃতের সংখ্যা বাড়ল। এদিন বিস্ফোরণে ৬ জন শ্রমিকের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। ১৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার নেভেলিতে। এখানেই অবস্থিত এনএলসি ইন্ডিয়ার টিপিএস ইউনিট ২–এর একটি বয়লারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই আতঙ্ক ছড়ায়। ধোঁয়া বার হতে থাকে। ৬ জন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে এখনও বয়লারে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।
ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। প্রয়োজনে সবরকম সাহায্যের আশ্বাস দেন। এদিকে বয়লার বিস্ফোরণে মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। এছাড়া গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে এবং বাকি আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা