শুরু হল ঝড়বৃষ্টি, পড়তে শুরু করল বাজ, মৃত ১৭
কদিন আগেই বাজ পড়ে একদিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ফের সেই মারণ বজ্রপাতের শিকার ১৭ জন।
পাটনা : ঝড়বৃষ্টি তো হয়েই থাকে। মেঘও গুড়গুড় করে। বাজও পড়ে। কিন্তু গত কয়েক বছরে বাজ পড়া মানে মানুষের বুক কাঁপে। একে বাজ পড়ার সংখ্যা অনেক বেড়ে গেছে ভারতে। বিশেষত ভারতের উত্তরাংশে। এই কদিন আগেই শতাধিক মানুষের প্রাণ গেছে বাজ পড়ে। একটা বিকেলে বৃষ্টি নেমে কেড়ে নিয়ে শতাধিক মানুষের প্রাণ। যার মধ্যে ৯৬ জন বিহারের। সেই ঘটনার পুনরাবৃত্তি হল বৃহস্পতিবার। ফের ১৭ জনের প্রাণ কাড়ল বজ্রপাত।
বাজ পড়ে বৃহস্পতিবার বিহারের বিভিন্ন জেলা মিলিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। যারমধ্যে পাটনার দুলহিন বাজারেই ৫ জন বজ্রাঘাতের শিকার হয়েছেন। এছাড়া ৪ জন পূর্ব চম্পারণ, সমস্তিপুর ও কাটিহারে ৩ জন করে এবং শিবহার জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রবল ঝড়বৃষ্টি হয় বিহারের একটা বড় অংশ জুড়ে। তখনই অনেক বাজ পড়ে।
বিহারে গত ২৬ জুন ৯৬ জন, গত ৩০ জুন ১১ জন, তারপর এদিন ১৭ জনের প্রাণ কাড়ল বজ্রপাত। বিহারে আগামী ২ দিনও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাজও পড়বে। ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সময় মানুষজনকে বাড়ির বাইরে থাকতে নিষেধ করেছে প্রশাসন। বিহার এমনিতেই বন্যায় বিপর্যস্ত, উত্তর বিহার ভাসছে। মহানন্দা, কোশী বিপদসীমার ওপর দিয়ে বইছে। তারমধ্যেই বজ্রপাত এদিন প্রাণ কাড়ল ১৭ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা