National

আবার রেকর্ড সংক্রমণ, আক্রান্ত সাড়ে ২২ হাজারের ওপর

একদিনে করোনা সংক্রমণের নিরিখে ফের রেকর্ড উচ্চতায় সংক্রমণ। দেশে এদিন একদিনে ২২ হাজার ৭৭১ জন সংক্রমণের শিকার হয়েছেন।

নয়াদিল্লি : প্রতিদিনই কার্যত লাফ দিচ্ছে দৈনিক সংক্রমণ। আগের দিনের রেকর্ড পরদিন ভেঙে যাচ্ছে। যেভাবে করোনা সংক্রমণ দেশে বাড়ছে তাতে ভারত বিশ্বের করোনা মানচিত্রে অন্যতম চিন্তার দেশ হিসাবে আলোচিত হতে শুরু করেছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন। যা নতুন রেকর্ড গড়েছে। প্রায় ২৩ হাজারের কাছে একদিনের সংক্রমণ পৌঁছে গেল এবার। যার হাত ধরে মাত্র ২ দিনের ব্যবধারে ৬ লক্ষ থেকে সাড়ে ৬ লক্ষের দরজায় পৌঁছে গেল দেশে সংক্রমিতের সংখ্যা। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৫ জন।

সংক্রমণ যখন হুহু করে বাড়ছে, তখন মৃত্যুও বেড়ে চলেছে। ভারতে গত একদিনে ৪৪২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। যার ফলে দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৫৫ জন। যারমধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭৬ জনের। এরপর রয়েছে দিল্লি। সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৯২৩ জনের। তার পিছনে রয়েছে গুজরাট। সেখানে ১ হাজার ৯০৪ জনের প্রাণ গেছে করোনায়। পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠ স্থানে।


সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। গত একদিনে ১৪ হাজার ৩৩৫ জন করোনা সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা প্রায় ৪ লক্ষ ছুঁইছুঁই। ৩ লক্ষ ৯৪ হাজার ২২৭ জন এখন দেশে করোনামুক্ত। যা শতাংশের হিসাবে ৬০ শতাংশ পার করেছে। অন্যদিকে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৪৩৩ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button