৫ রাজ্যের নির্বাচনে বিজেপির ভাল ফল অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিরোধীরা নোট বাতিলের তত্ত্ব খাড়া করে বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। বরং ফল হয়েছে উল্টো। নোট বাতিল বরং বিজেপির পালেই হাওয়া দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এবার কিন্তু শাসক বিরোধী হাওয়া খুব স্পষ্ট করে ধরা পড়েছে জনাদেশে। উত্তরপ্রদেশে সপা, মণিপুর ও উত্তরাখণ্ডে কংগ্রেস ছিল ক্ষমতায়। এই ৩ রাজ্যেই পাশা উল্টে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। আবার ঠিক উল্টো ছবি ধরা পড়েছে পঞ্জাব ও গোয়ায়। গোয়া ছিল বিজেপির শাসনে। আর পঞ্জাব বিজেপি-আকালি দল জোটের হাতে। এই দুই রাজ্যেই কিন্তু বিজেপি ধরাশায়ী। ফলে শাসক বিরোধী ভোট এবার ভারতের সব কোণায় সুস্পষ্ট। সেইসঙ্গে এবার কিন্তু বদলেছে আঞ্চলিক দলের রমরমার চিত্র। সে জায়গায় দেশের ২ প্রধান দলের ওপরই আস্থা রেখেছেন আমজনতা। উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি। পঞ্জাবে আকালি দল। মণিপুরে পিআরজেএ, এমএনডিপি-র মত দলগুলি এবার কার্যতই উড়ে গেছে। উড়ে গেছে গোয়ার আঞ্চলিক দল মহারাষ্ট্র গোমন্তক পার্টি, শিবসেনা। সে জায়গায় হয় বিজেপি অথবা কংগ্রেসের ঝুলিতে ভোট পড়েছে ভাল পরিমাণে। তবে আঞ্চলিক দল হলেও এবার ভোটে কিন্তু অন্য ছাপ তৈরি করল আম আদমি পার্টি।