মুখে সোনার তৈরি মাস্ক, হৈচৈ ফেলে দিলেন ব্যবসায়ী
করোনা আবহে এখন মাস্ক পরা বাধ্যতামূলক। তাই এখন বাড়ি থেকে বার হলেই সোনার তৈরি মাস্ক পরে বার হচ্ছেন এক ব্যবসায়ী।
পুনে (মহারাষ্ট্র) : করোনা আতঙ্ক হতে পারে। মাস্ক বাধ্যতামূলক হতে পারে। তারপরেও বাড়ি থেকে বার হলে একটা চিন্তা থাকতে পারে। এন-৯৫ ছাড়া অন্য মাস্কে নিশ্চিন্তে থাকা যাবে তো? এ নিয়ে নানা মুনির নানা মত থাকতে পারে। কিন্তু এসব ছাড়াও শখ বড় জিনিস। মাস্ক যখন পরতেই হবে তবে তা অলংকার নয় কেন? এবার সত্যি সত্যিই মাস্ককে অলংকার বানিয়ে ফেললেন এক ব্যবসায়ী। সোনার দাম ৫০ হাজার পার করা নিয়ে দেশে যতই হৈহৈ পড়ুক না কেন! ওই ব্যবসায়ী কিন্তু নিজের জন্য একটি সোনার মাস্ক বানিয়ে নিয়েছেন। যার কানে আটকে রাখার জন্য দড়িগুলিও সোনার।
দেশে যে কটি শহরে করোনা তার করাল গ্রাস ভয়ংকর রূপে সামনে এনেছে তার একটি পুনে। সেই পুনে শহরের ব্যবসায়ী শঙ্কর কুরাদে এখন তাই কোনও ঝুঁকি না নিয়ে সরকারি নির্দেশ পালন করে মাস্ক পরে বাইরে বার হচ্ছেন। বাড়ি থেকে বার হলেই তিনি মুখে পরে নিচ্ছেন নিজের সোনার মাস্ক। যা তিনি ২ লক্ষ ৯০ হাজার টাকা খরচ করে বানিয়েছেন বলে দাবি করেছেন। তাঁর এই মুখে সোনার মাস্ক পরে ঘোরার দৃশ্য এখন ইন্টারনেটে হট কেকের মত ছড়াচ্ছে।
সোনার মাস্কটি তৈরি হয়েছে একটি পাতলা সোনার পাত দিয়ে। তাতে নিঃশ্বাস নেওয়ার জন্য অতি সূক্ষ্ম ছিদ্রও রয়েছে। কিন্তু এই সোনার তৈরি মাস্ক শখ মেটাতে পারে, করোনা থেকে সুরক্ষা দিতে পারে কী? সে প্রশ্নের উত্তর অবশ্য শঙ্কর কুরাদে-রও জানা নেই। তিনি পড়ছেন নিজের শখ মেটাতে। কারণ শখ বড় জিনিস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা