এক পুলিশ আধিকারিকের নির্মম আচরণের ছবি ভাইরাল
এতটা নির্মম হতে পারলেন কীভাবে? তাও আবার একজন পুলিশ আধিকারিক হয়ে! এটাই এখন বড় প্রশ্ন হয়ে সামনে আসছে।
নয়াদিল্লি : একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই আঁতকে উঠছেন। এক পুলিশ আধিকারিক তাঁর গাড়ি নিয়ে প্রথমে ধাক্কা মারেন এক ৬০ বছরের বৃদ্ধাকে। যা দেখে এক ব্যক্তি ওই পুলিশ আধিকারিককে হাত দিয়ে ইশারা করতে থাকেন। অনেকেই এগিয়ে আসেন। কিন্তু তা সত্ত্বেও ওই পুলিশ আধিকারিক কোনও কিছুর তোয়াক্কা না করে বনেটে ধাক্কা খেয়ে গাড়ির সামনে পড়ে যাওয়া ওই মহিলাকে টেনে নিয়ে যান বেশ কিছুটা। গাড়িতে হিঁচড়োতে হিঁচড়োতে ওই মহিলাকে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় আশপাশের মানুষ হতভম্ব হয়ে যান।
আশপাশের মানুষজন এরপর ওই পুলিশ আধিকারিককে আটকাতে গেলে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ওই ব্যক্তি অন্য একজনকেও গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পরে অবশ্য ওই পুলিশকর্মীকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির চিল্লা গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। যখন তিনি গাড়ি চালাচ্ছিলেন তখন মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। যোগেন্দ্র নামে ৫৬ বছরের ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা