বাজ পড়ে ফের মৃত ২৩, ২ ঘণ্টার বৃষ্টিতে ভাসল শহর
বাজ পড়ে মৃত্যু উত্তর ভারতে রীতিমত এক চিন্তার কারণ হয়ে উঠেছে। করোনাকে ছাপিয়ে এ আরও বড় চিন্তার কারণ হয়ে উঠছে।
পাটনা : করোনা অতিমারিও ফিকে পড়ে যাচ্ছে বাজ পড়ে মৃত্যুর ভয়াবহতার সামনে। বিশেষত বিহারে যেভাবে বাজ পড়ে মৃত্যু কার্যত প্রাত্যহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তাতে নীতীশ সরকারের জন্য তা অবশ্যই চিন্তার কারণ। শুক্রবারই বাজ পড়ে ৮ জনের মৃত্যুর পর ফের শনিবার দুপুরে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সময় বাজ পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ভোজপুর জেলায়। এখানেই ৯ জনের প্রাণ কেড়েছে বজ্রপাত।
বিহারে গত ২৬ জুন ৯৬ জন, গত ৩০ জুন ১১ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ৮ জনের প্রাণ কেড়েছে বজ্রপাত। ৪ জুলাইও রেহাই দিল না বাজ পড়া। প্রাণ কাড়ল ২৩ জনের। পরপর ৩ দিনে বিহারে করোনা এত মানুষের প্রাণ কাড়েনি যত প্রাণ বাজ কাড়ল। এছাড়াও বিহারে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে চলতি বছরে। সব মিলিয়ে দেড়শো পার করেছে কেবল বাজ পড়ে মৃত্যু। প্রশাসনের তরফে ঝড়বৃষ্টির সময় সকলকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবারের বৃষ্টিতে পাটনা শহরও বানভাসি চেহারা নিয়েছে। পাটনায় এদিন দুপুর থেকে টানা বৃষ্টি হয়েছে। ঝেঁপে বৃষ্টি হয়েছে। যার জেরে শহরের বহু এলাকায় জল দাঁড়িয়ে যায়। এ বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে পাটনা শহরে বৃষ্টি হলেই এমন বানভাসি পরিস্থিতি নিয়ে নীতীশ সরকার এদিন আরজেডি-র তোপের মুখে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা