দেশে নতুন উচ্চতায় সংক্রমণ, একদিনে মৃত্যুও সর্বাধিক
দেশে একদিনে আক্রান্তের সংখ্যা নতুন উচ্চতা ছুঁল। একদিনে মৃত্যুও হল সর্বাধিক।
নয়াদিল্লি : দেশে প্রতিদিনই দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত একদিনে তা ২৫ হাজারের মুখে পৌঁছে গেল। গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৫০ জন। ফলে দেশে করোনা সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫ জন। ভারত এদিন যেখানে পৌঁছে গেলে তাতে আর একদিনের মধ্যেই ভারত রাশিয়াকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে ৩ নম্বরে উঠে আসবে। আমেরিকা, ব্রাজিলের পরই চলে আসবে ভারতের নাম।
দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত একদিনে মৃত্যু রেকর্ড গড়েছে। একদিনে করোনায় এত মানুষের মৃত্যু এর আগে কখনও হয়নি। গত একদিনে দেশে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। যার হাত ধরে মৃতের সংখ্যা ১৯ হাজারের গণ্ডি এদিন পার করেছে। ভারতে এখন করোনায় মৃতের মোট সংখ্যা ১৯ হাজার ২৬৮ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ৮১৪ জন।
দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ যখন বাড়ছে তখন সুস্থ হয়ে ওঠাও দৈনিক তাল মিলিয়ে বাড়ছে। দেশে গত একদিনে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৮৫৬ জন। যার হাত ধরে এদিন ৪ লক্ষ পার করল করোনামুক্ত মানুষের সংখ্যা। দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯ হাজার ৮৩ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা