পরিচারিকার সঙ্গে চলে যাওয়া মনিবের দেহ মিলল নর্দমায়
পরিচারিকার সঙ্গে পাড়ি দিয়েছিলেন পরিচারিকার বলা গন্তব্যে। অবশেষে এনআরআই-এর দেহ মিলল ড্রেন থেকে।
নয়াদিল্লি : শহরের নোংরা আবর্জনা বয়ে যাওয়া ড্রেনের মধ্যে থেকে হাতপা বাঁধা অবস্থায় উদ্ধার হল এক প্রবাসী ভারতীয়ের দেহ। ৬৮ বছরের ওই বৃদ্ধ গত জানুয়ারি মাসেই লন্ডন থেকে দিল্লিতে ফেরেন। পাহাড়গঞ্জের বাড়িতেই ছিলেন। মাস খানেকের মধ্যে লন্ডন ফেরার কথা ছিল। কিন্তু তার মধ্যেই করোনার প্রকোপ বাড়ায় তিনি আর ফিরতে পারেননি। দিল্লির বাড়িতে তাঁর বাড়ির কাজ করত হেমা নামে এক মহিলা।
পুলিশ জানাচ্ছে হেমা নামে ওই পরিচারিকার সঙ্গেই গত ২২ জুন দিল্লির পাহাড়গঞ্জের চারু মান্ডির বাড়ি থেকে বার হয়ে রাজেন্দ্র অ্যাবট পাড়ি দেন হরিয়ানার সোনিপতের দিকে। যদিও বাড়িতে সেসব কথা তিনি জানাননি। ফলে পুলিশ কাছে তাঁর হারিয়ে যাওয়ার কথা জানান তাঁর আত্মীয়েরা। পুলিশ তাঁর খোঁজ শুরু করে।
অবশেষে বৃদ্ধ রাজেন্দ্রর দেহ পাওয়া যায় সোনিপতের গোহানা এলাকার একটি ড্রেন থেকে। পুলিশ জানাচ্ছে, ওই বৃদ্ধকে গাড়িতেই হত্যা করা হয়েছে। তাঁকে চেপে ধরে গাড়িতেই শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর তাঁর হাতপা বেঁধে ফেলে দেওয়া হয় ড্রেনে। পুলিশ অনেকটাই নিশ্চিত যে এ কাজ করেছে হেমা। তদন্তে পুলিশ জানতে পেরেছে হেমা ওই ব্যক্তির কাছে কিছু টাকা ধার করেছিল। সেই টাকা ফেরত চাইছিলেন বৃদ্ধ। তারপর তাঁকে হত্যার ছক কষে হেমা। হেমার খোঁজ চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা