National

রাশিয়াকে টপকে ৩ নম্বরে উঠে এল ভারত

রাশিয়াকে টপকে গেল ভারত। রবিবার রাতেই রাশিয়াকে টপকে যায় ভারত।

নয়াদিল্লি : রাশিয়াকে গত ৩ দিনে প্রবল গতিতে তাড়া করেছিল ভারত। অবশেষে পুতিনের দেশকে টপকে ভারত ৩ নম্বরে জায়গা করে নিল। রাশিয়া নেমে গেল ৪ নম্বরে। এটা কোনও গঠনমূলক ক্ষেত্রে হলে বা ক্রীড়া ক্ষেত্রে হলে গোটা দেশবাসী খুশি হতেন। কিন্তু ভারত বিশ্বের মধ্যে ৩ নম্বর দেশ হল বটে। তবে তা কোভিড সংক্রমণে। ফলে ভারতের ৩ নম্বরে উঠে আসা দেশবাসীর জন্য চিন্তার ভাঁজ আরও পুরু করেছে।

রবিবার সকালে যে সংখ্যা পাওয়া যাচ্ছিল তাতে রাশিয়ার করোনা সংক্রমিতের সংখ্যার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ভারতের সংখ্যা। মাত্র ২-৩ হাজারের ফারাক ছিল রাশিয়ার সঙ্গে। সেই ফারাক মিটিয়েও ফারাক অনেকটা বাড়িয়ে সন্ধের মধ্যেই রাশিয়াকে টপকে যায় ভারত। ভারতে সংক্রমণ পৌঁছে যায় ৬ লক্ষ ৯০ হাজারেরও ওপরে। অন্যদিকে রাশিয়া সেখানে ৬ লক্ষ ৮১ হাজারে নিজেদের আটকে রাখতে পেরেছে।


বিশ্ব করোনা সংক্রমণ তালিকায় রাশিয়াকে টপকে ভারতের ৩ নম্বরে উঠে আসার পর ভারতের আগে রইল ভয়ংকরভাবে করোনা বিধ্বস্ত ২টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ১ নম্বর, ব্রাজিল ২ নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ২৯ লক্ষ ৮৩ হাজারের ওপর। ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ১৬ লক্ষ ৫ হাজারের কাছে। ভারতে কিন্তু প্রতিদিনই রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলছে দৈনিক সংক্রমণের সংখ্যা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button