National

৭ লক্ষের দরজায় কড়া নাড়ছে ভারতে করোনা সংক্রমণ

ভারতে করোনা সংক্রমণ পৌঁছে গেল ৭ লক্ষের দরজায়। পার করা এখন সময়ের অপেক্ষা।

নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণে দৈনিক প্রায় ২৫ হাজারি একটা চিত্র এদিনও বজায় রইল। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ২৪ হাজার ২৪৮ জন। সেই প্রায় দৈনিক ২৫ হাজারের ঘর ধরে রাখল সংক্রমণ। এদিনের সংক্রমিতের সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জনে। এই সংখ্যা বৃদ্ধি এদিন বিশ্ব সংক্রমণ তালিকায় ভারতকে ৩ নম্বরে তুলে নিয়ে গেছে। পিছনে ফেলে দিয়েছে রাশিয়াকে।

সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুও দেশে বেড়ে চলেছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২৫ জনের। ফলে দেশে এখন করোনায় মৃতের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯ হাজার ৬৯৩ জনে। এখনও দেশের মধ্যে করোনায় মৃত্যুর নিরিখে অন্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই এগিয়ে মহারাষ্ট্র। এদিকে গত একদিনে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৫৯৬টি। তারমধ্যেই ২৪ হাজার ২৪৮ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে।


সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বেড়ে চলেছে। দেশে এখন মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ৪৩২ জন। অন্যদিকে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭ জন। দেশে করোনা মুক্ত মানুষের হার ৬০ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button