টাকা দিলে মিলবে করোনা নেগেটিভ রিপোর্ট, সিল হাসপাতাল
টাকা দিলে যে কারও জন্য করোনা নেগেটিভ রিপোর্টের বন্দোবস্ত। ভিডিও সামনে আসতেই বন্ধ হল হাসপাতাল।
মেরঠ : টাকা দিতে হবে। আড়াই হাজার টাকা। তাহলেই মিলবে ভুয়ো করোনা নেগেটিভ রিপোর্ট। একটি বেসরকারি হাসপাতালের এক ম্যানেজারের এমনই আশ্বাস এবার উঠে এল ভিডিওতে। ভিডিওতে যে কথোপকথন ধরা পড়েছে তাতে দেখা গেছে এক ব্যক্তি ভুয়ো করোনা রিপোর্টের জন্য ওই ম্যানেজারকে ২ হাজার টাকা দিচ্ছেন। কথাও দিচ্ছেন যে রিপোর্ট হাতে পাওয়া মাত্র বাকি ৫০০ টাকা তিনি মিটিয়ে দেবেন। এই ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও দেখার পর গত রবিবার বেসরকারি হাসপাতালটির লাইসেন্স সাসপেন্ড করে দেয় প্রশাসন। সিল করে দেওয়া হয় হাসপাতাল। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতেও এখন কোভিড নেগেটিভ রিপোর্ট লাগছে। সেই রিপোর্ট ২৫০০ টাকার বিনিময়ে হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এক হাসপাতালের ম্যানেজার। এমন ঘটনায় হৈচৈ পড়ে গেছে উত্তরপ্রদেশের মেরঠে।
মেরঠের ওই বেসরকারি হাসপাতাল সিল করে দেওয়ার পদক্ষেপ করেন ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে। মেরঠের চিফ মেডিক্যাল অফিসার রাজ কুমার জানিয়েছেন, ভিডিওতে এক ব্যক্তিকে ওই ম্যানেজার প্রতিশ্রুতি দিচ্ছেন অপারেশন করানোর জন্য একটি করোনা নেগেটিভ রিপোর্টের তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। তিনি জানান ওই ম্যানেজারকে চিহ্নিত করে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা