পঞ্জাবেও কিন্তু পাল্টা শাসক বিরোধী হাওয়া। সেখানে আকালি-বিজেপি জোট ক্ষমতায় আসবে কিনা তা নিয়ে ভোটের আগে থেকেই সন্দেহে ছিল বিজেপি নেতৃত্ব। এগজিট পোলও তেমনই দেখিয়েছিল। মিলেও গেল। পঞ্জাবে কার্যতই মুছে গেল বিজেপি-আকালি জোট। সেখানে বরং কংগ্রেস ঝড় সুস্পষ্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্জাবে কুর্সি দখল করছে কংগ্রেস। ভাল ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কংগ্রেসের পরেই স্থান পেয়েছে তারা। বিজেপি-আকালি জোট চলে গেছে তৃতীয় স্থানে।
আপের এই ফল দিল্লির বাইরে আপের গুরুত্ব অনেকটাই বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল। পঞ্জাবের ১১৭ আসনের বিধানসভায় এবার অনেকগুলিই ইন্দ্রপতন হয়েছে। হার হয়েছে আকালি ও বিজেপির তাবড় নেতৃত্বের।