সুটকেসে মিলল যুবতীর টুকরো দেহ, মাথা আলাদা প্যাকেটে
এক যুবতীর টুকরো হওয়া দেহ পাওয়া গেল একটি সুটকেস থেকে।
বারাবাঁকি (উত্তরপ্রদেশ) : একটি সুটকেস পড়ে আছে একটি বন্ধ কারখানার চত্বরে। সুটকেসটিতে কি রয়েছে তা জানা নেই। তবে দুর্গন্ধ বার হচ্ছে। স্থানীয়রা কেউ তা খোলার সাহস দেখাননি। পরিত্যক্ত সুটকেস যখন তখন বোমাটোমাও থাকতে পারে! এমন একটা আশঙ্কাও হয়তো তাঁদের ছিল। আবার পচা গন্ধ কেন তা নিয়ে কৌতূহলও ছিল। ফলে তাঁরা পুলিশে খবর দেন। গত মঙ্গলবার রাতে পুলিশ খবর পেয়ে রাতেই ওই কারখানায় হাজির হয়।
পুলিশই আসার পর ওই সুটকেস খোলে। আর খুলতেই চমকিত হয় তারা। সুটকেসের মধ্যে রয়েছে এক যুবতীর টুকরো টুকরো দেহ। দেহটিকে কেটে ছোট ছোট টুকরো করে সুটকেসে সেট করা রয়েছে। যুবতীর বয়স প্রায় ৩০-এর কাছে বল মনে করছে পুলিশ। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
যুবতীর দেহাংশ সুটকেসের থেকে পাওয়া গেলেও তাঁর মাথা ও একটি পা পাওয়া যায়নি ওই সুটকেসে। ফলে পুলিশ ওই বন্ধ কারখানা চত্বরেই আশপাশে খোঁজা শুরু করে। একটু খুঁজতেই একটি পলিথিনের প্যাকেট উদ্ধার হয়। তার মধ্যে ছিল যুবতীর কাটা মুণ্ড এবং একটি পা। পুলিশের অনুমান অন্য কোথাও যুবতীকে হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি-তে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা