নাটকীয়ভাবে উজ্জয়িনী থেকে গ্রেফতার ডন বিকাশ দুবে
বড়সড় সাফল্য পেল পুলিশ। কানপুর পুলিশ হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করল তারা।
উজ্জয়িনী (মধ্যপ্রদেশ) : কানপুরের কাছে ভিকরু গ্রামে রাতের অন্ধকারে তাকে গ্রেফতার করে আসা পুলিশবাহিনীর ওপর গুলি চালাতে শুরু করেছিল কুখ্যাত দুষ্কৃতি বিকাশ দুবে ও তার দলবল। ৮ পুলিশকর্মীর মৃত্যু হয় তাতে। বিকাশ ও তার দলবল পুলিশের অস্ত্র লুঠ করেই চম্পট দেয়। ঘটনাটি ঘটে গত শুক্রবার। তারপর থেকেই পুলিশ হন্যে হয়ে খুঁজছিল বিকাশকে। অবশেষে তার নাগাল পেল তারা। ঘটনার পর বিকাশকে প্রথম দেখা গিয়েছিল হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেলে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই সে সেখান থেকে চম্পট দেয়। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে বিকাশ দুবেকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশ সরকার তার মাথার দাম আড়াই লক্ষ টাকা ঘোষণা করেছিল। পুলিশের নজরে মোস্ট ওয়ান্টেড ছিল বিকাশ। অবশেষে তার নাগাল পেয়ে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলল পুলিশ। বৃহস্পতিবার বিকাশ দুবের গ্রেফতারি ছিল নাটকীয়তায় ভরা। এদিন সকাল ৮টা নাগাদ মহাকাল মন্দিরে দেখতে পাওয়া যায় বিকাশ দুবেকে। স্থানীয় এক দোকানির নজরে আসে বিকাশ।
বিকাশের মুখে মাস্ক ছিল। তবু চিনতে অসুবিধা হয়নি এই কুখ্যাত দুষ্কৃতিকে। ওই দোকানিই পুলিশে খবর দিয়ে দেন। পুলিশ মন্দিরের বাইরে লুকিয়ে অপেক্ষায় থাকে। বিকাশ বার হতেই তাকে ঘিরে নেয় পুলিশ। বিকাশ তখন নিজের একটি পরিচয়পত্র দেখায়। যাতে ভুয়ো নাম ছিল। তবে পুলিশের হাত থেকে রেহাই পায়নি সে। তাকে জোর করে ধরতে গেলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। পরে তাকে বিশাল পুলিশবাহিনী দিয়ে ঘিরে নিয়ে যাওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা