National

একদিনে ২৫ হাজারের দরজায় সংক্রমণ, মৃত্যু ২১ হাজার পার

ফের দেশে করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ২৫ হাজারের দরজায়। মোট মৃত্যু পার করল ২১ হাজারের গণ্ডি।

নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণ জটিল আকার নিচ্ছে। গত একদিনে দেশে করোনা সংক্রমণ ফের পৌঁছে গেছে ২৫ হাজারের দরজায়। গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৮৭৯ জন। ফলে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬ জনে। যা কার্যত চিন্তার ভাঁজ ক্রমশ পুরু করছে। আনলক পর্বে যখন ক্রমশ দেশে কর্মব্যস্ততার ছবি স্পষ্ট হচ্ছে, তখনই দেশে করোনা সংক্রমণ প্রতিদিন নতুন উচ্চতা ছুঁচ্ছে।

দেশে করোনা সংক্রমিতের হুহু করে বৃদ্ধির পাশাপাশি দেশে করোনায় মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত একদিন দেশে করোনা প্রাণ কেড়েছে ৪৮৭ জনের। যার হাত ধরে এদিন ২১ হাজারি গণ্ডিও পার করে গেলে দেশে করোনায় মৃত্যু। ভারতে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১২৯ জনে। যার মধ্যে প্রায় সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে শুধু মহারাষ্ট্রেই।


দেশে যখন করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে তখন দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে বহু মানুষ প্রতিদিন হাসিমুখে বাড়িও ফিরছেন। গত একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনা সারিয়ে ফিরেছেন। গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৪৭ জন। ফলে দেশে এখন করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৮ জন। সুস্থতার হার ৬০ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button