National

পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত গ্যাংস্টার বিকাশ দুবে

গত বৃহস্পতিবারই গ্যাংস্টার বিকাশ দুবেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার কানপুর আনার পথে পালানোর চেষ্টা করতে এনকাউন্টার করতে বাধ্য হয় পুলিশ।

কানপুর : বৃষ্টি হয়েছিল। ফলে রাস্তা পিচ্ছিল ছিল। সেই রাস্তা ধরেই মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের কানপুরে নিয়ে আসা হচ্ছিল গ্যাংস্টার বিকাশ দুবেকে। পুলিশের গাড়িতে পুলিশের ঘেরাটোপে নিয়ে আসা হচ্ছিল তাকে। কানপুর থেকে ১ ঘণ্টার মত আগে বৃষ্টিভেজা হাইওয়েতে পুলিশের গাড়ি যায় উল্টে। এমনই জানাচ্ছে পুলিশ। পুলিশ জানাচ্ছে, গাড়িটি উল্টে যাওয়ার পর সেই উল্টে যাওয়া গাড়িতেই বিকাশ দুবে এক পুলিশের বন্দুক ছিনিয়ে নেয়।

বিকাশ বন্দুক ছিনিয়ে গাড়ি থেকে বেরিয়ে পুলিশের দিকেই পাল্টা বন্দুক তাক করে। পুলিশ তাকে ঘিরে নিয়ে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু বিকাশ তা শুনতে চায়নি। বরং পুলিশের দিকে গুলি চালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয় বিকাশ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত একইভাবে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে বিকাশের সঙ্গীদের কয়েকজনও এরমধ্যে এনকাউন্টারের শিকার হয়।


গত শুক্রবার কানপুরের কাছে ভিকরু গ্রামে ৮ জন পুলিশকে গুলি করে হত্যা করে বিকাশ ও তার দল। তারপর থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। বিকাশের মাথার দামও ধার্য হয়েছিল। অবশেষে বিকাশকে গত বৃহস্পতিবার সকালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে দেখতে পান এক সুরক্ষাকর্মী। পুলিশ গোটা মন্দির ঘিরে ফেলে। মন্দির থেকে বিকাশ বার হতেই তাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় বিকাশ চেঁচিয়ে বলে, সেই বিকাশ দুবে, কানপুরবালা। পরে বিকাশকে পুলিশ কানপুর নিয়ে আসার পথে এদিন তাকে গুলি করতে বাধ্য হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button