দেশে একদিনে রেকর্ড সংক্রমণ, পার সাড়ে ২৬ হাজার
দেশে একদিনে এতজন সংক্রমণের শিকার হননি এর আগে। এদিন সাড়ে ২৬ হাজারও পার করল একদিনের সংক্রমণ।
নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণ ক্রমশ ভয়ংকর রূপ নিচ্ছে। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ। যা কিন্তু ক্রমশ মানুষের দুশ্চিন্তার মেঘ পুরু করছে। গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫০৬ জন। যার হাত ধরে ভারত খুব দ্রুত মোট সংক্রমণে ৮ লক্ষের দরজায় পৌঁছে গেছে। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জন।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। দেশে গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭৫ জন। যার ফলে দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৬০৪ জন। মোট মৃত্যুর প্রায় অর্ধেক এক মহারাষ্ট্রেই। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ৯ হাজার ৬৬৭ জনের। গত একদিনে ২১৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন সেখানে। দিল্লি রয়েছে ২ নম্বরে। সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫৮ জনের। তারপরেই রয়েছে গুজরাট। গুজরাটে করোনায় মৃত্যু ২ হাজার পার করেছে।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি দেশে করোনা থেকে সুস্থও হয়ে উঠছেন প্রতিদিন বহু মানুষ। গত একদিনে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৩৫ জন। যার হাত ধরে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দেশে প্রায় ৫ লক্ষ ছুঁইছুঁই। দেশে এখন মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫১৩ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা