National

জঙ্গলে গুলিতে ঝাঁঝরা ৪ মাওবাদী, মিলল প্রচুর অস্ত্র

জঙ্গল ঘেরা জায়গাকেই সাধারণত গা ঢাকা দিয়ে থাকার জন্য বেছে নেয় মাওবাদীরা। সেখানেই ঢুকে তাদের গুলি করে মারল পুলিশ।

পাটনা : মাওবাদীদের একটি দল লুকিয়ে ছিল জঙ্গল ঘেরা জায়গায়। সে খবর পৌঁছয় পুলিশের কাছে। দ্রুত এলাকা ঘিরে নেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। বেশ কিছুক্ষণ এই গুলির লড়াই চলে। পরে ৪ মাওবাদীর পুলিশের গুলিতে মৃত্যু হয়। মাওবাদী দমনে এটা বড় সাফল্য হিসাবেই নিচ্ছে বিহার পুলিশ। তবে মাওবাদীদের অস্ত্রভান্ডার অবাক করেছে পুলিশকে।

৪ মাওবাদীকে হত্যা করার পর তাদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে তা রীতিমত আধুনিক। উদ্ধার হয়েছে একটি একে-৬৫ রাইফেল, ৩টি এসএলআর, থ্রি নট থ্রি রাইফেল। ৪ মাওবাদীর দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। ৪ জনকে হত্যা করেই থেমে থাকেনি পুলিশ। গোটা এলাকা জুড়ে তল্লাশি চলে দীর্ঘ সময় ধরে।


শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার চারাপানিয়া এলাকার বাল্মীকি নগরে। মাওবাদীরা সেখানে কোন উদ্দেশ্যে জড়ো হয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। বিহারের এই এলাকায় মাওবাদী দৌরাত্ম্য আগেও চোখে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article
Back to top button