একদিনে ২৭ হাজার পার, ভারত ৮ লাখের ঘরে
করোনা সংক্রমণে ভারত প্রতিদিনই রেকর্ড গড়ছে। গত একদিনেও রেকর্ড উচ্চতায় ভারতে সংক্রমণ।
নয়াদিল্লি : ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা দৈনিক লাফ দিচ্ছে। গত একদিনে ভারতে নতুন করে করোনা সংক্রমিত হলেন ২৭ হাজার ১১৪ জন। এখনও পর্যন্ত একদিনে ২৭ হাজার পার করতে পারেনি সংক্রমণ। এবার সেটা হল। এদিকে যেখানে ভারতে দৈনিক করোনা সংক্রমণ রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলল সেখানে ভারত এদিন পৌঁছে গেল ৮ লক্ষের ওপর। ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ৮ লক্ষ ২০ হাজার ৯১৬ জন। মাত্র ৪ দিনে এক লক্ষের ওপর সংক্রমণ বাড়ল ভারতে।
সংক্রমণ যখন দৈনিক রেকর্ড গড়ছে তখন দেশে মৃতের সংখ্যাও হুহু করে বাড়ছে। গত একদিনে দেশে ৫১৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা পার করে গেল ২২ হাজারের গণ্ডি। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ২২ হাজার ১২৩ জনে। যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তাতে ২ দিনেই ১ হাজার করে পার করছে মৃতের সংখ্যা। এদিন ৫১৯ জনের মৃত্যুর মধ্যে ২২৬ জনই মহারাষ্ট্রে মারা গেছেন।
সংক্রমণ ও মৃত্যু যখন হু হু করে বেড়ে চলেছে, তখন সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। গত একদিনে ১৯ হাজার ৮৭৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। যার হাত ধরে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন ৫ লক্ষের গণ্ডি পার করে গেছে। ভারতে এখন মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৬ জন। ভারতে সুস্থতার হার ৬২ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা